ঢাকা | | বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে কঠোর লাকসাম উপজেলা প্রশাসন: গাঁজা সেবনের দায়ে ১ জনের ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

author
Reporter

প্রকাশিত : Nov 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মাদকবিরোধী অভিযানে কঠোর লাকসাম উপজেলা প্রশাসন: গাঁজা সেবনের দায়ে ১ জনের ২ মাস বিনাশ্রম কারাদণ্ড 

আকাশ টিভির  প্রতিনিধি কাউসার হোসাইন 
​লাকসাম (কুমিল্লা): 

লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 মাদকবিরোধী এই কঠোর অভিযান ৩১/১০/২০২৫ তারিখ রাতে পরিচালিত হয়।
​ঘটনার বিবরণ:
​গত ৩১/১০/২০২৫ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় লাকসাম পৌরসভার ০৭ নং ওয়ার্ডের গাজীমুড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে হাতে-নাতে এক ব্যক্তিকে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করা হয়।

​আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিচারকার্য শেষে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​সহযোগিতাকারী সংস্থাকে ধন্যবাদ:
​এই সফল অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং লাকসাম থানা পুলিশকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

​জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে:
​উপজেলা প্রশাসন, লাকসাম ঘোষণা করেছে যে, মাদকাসক্তি ও মাদক কারবার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS