মাদকবিরোধী অভিযানে কঠোর লাকসাম উপজেলা প্রশাসন: গাঁজা সেবনের দায়ে ১ জনের ২ মাস বিনাশ্রম কারাদণ্ড
আকাশ টিভির প্রতিনিধি কাউসার হোসাইন
লাকসাম (কুমিল্লা):
লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মাদকদ্রব্য (গাঁজা) সেবনের অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকবিরোধী এই কঠোর অভিযান ৩১/১০/২০২৫ তারিখ রাতে পরিচালিত হয়।
ঘটনার বিবরণ:
গত ৩১/১০/২০২৫ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকায় লাকসাম পৌরসভার ০৭ নং ওয়ার্ডের গাজীমুড়া গ্রামে মোবাইল কোর্ট পরিচালনাকালে হাতে-নাতে এক ব্যক্তিকে মাদকদ্রব্য (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বিচারকার্য শেষে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহযোগিতাকারী সংস্থাকে ধন্যবাদ:
এই সফল অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং লাকসাম থানা পুলিশকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে:
উপজেলা প্রশাসন, লাকসাম ঘোষণা করেছে যে, মাদকাসক্তি ও মাদক কারবার মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনস্বার্থে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।