শিরোনাম

প্রকাশঃ Tue, Dec 13, 2022 8:31 PM
আপডেটঃ Mon, Sep 25, 2023 3:56 AM


জামায়াতে ইসলামীর আমির গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল, গ্রেফতার- ২

জামায়াতে ইসলামীর আমির গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল, গ্রেফতার- ২

জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতা কর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে নগরীর সালাহউদ্দীন এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী এমদাদুল হক মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।



এতে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী যথাক্রমে নাছির আহমেদ মোল্লা,কামরুজ্জামান সোহেল ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন সহ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা।



 বিক্ষোভ মিছিলটি পুলিশ আসার খবর পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় দুই কর্মীকে আটক করে পুলিশ। 


আটককৃতরা হলেন— জেলার আদর্শ সদর উপজেলার রঘুরামপুর এলাকার মো. রবিউল ইসলাম ( ৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনা গ্রামের মো. নুরুল আমিন (৩৩)।


মঙ্গলবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, জামায়েতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিকেল ৩ টার পরে হুট করে জামায়েত শিবিরের লোকজন মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে দুজনকে আটক করি।



www.a2sys.co

আরো পড়ুন