শিরোনাম

প্রকাশঃ Thu, Dec 15, 2022 3:58 PM
আপডেটঃ Sat, Sep 7, 2024 10:29 PM


কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারে করে মাদক পাচারকালে ৫০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মিরপুর হাইওয়ে পুলিশ।



বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে মাদকের মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 



গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বিষ্ণুপুর পূর্বপাড়া (মাইজখার) এলাকার রউফ মিয়ার ছেলে ইমদাদুল হাসান সোহাগ (৩৫)।  



হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন কাঠেরপুল এলাকা হইতে একটি প্রাইভেটকারে গাঁজা ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশ্যে প্রাইভেটকার যোগে মাদকের চালান সড়কপথে কুমিল্লা -সিলেট মহাসড়কের মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়িঁ হয়ে চট্টগ্রাম যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর হাইওয়ে ফাড়িঁর ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার সময় এই গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত প্রাইভেটকারের মূল্য অনুমান ৭ লাখ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য অনুমান ৫ লাখ টাকা।



মিরপুর হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, আটককৃত আসামিসহ দুইজনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন