শিরোনাম

প্রকাশঃ Fri, Dec 16, 2022 3:36 PM
আপডেটঃ Sun, Sep 24, 2023 11:21 AM


ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ করলো হারাখাল স্পোর্টিং ক্লাব

ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ করলো হারাখাল স্পোর্টিং ক্লাব

এস এম শাহজালাল।। 

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে হারাখাল স্পোর্টিং ক্লাব নামে একটি অরাজনৈতিক সংগঠন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে  হারাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ক্লাবের সদস্যরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।



এসময় তারা ১৯৭১সালে মুক্তির সংগ্রামে শাহাদাৎ বরণ কারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা শহীদ মিনানের দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করে।



শহীদ মিনারে আসা সদস্যদের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা, সবাই যেন মিলেছেন এক মোহনায়, শহীদ মিনারে।প্রতিবছর বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানালেও এবার জানানো হয় ১৬ ডিসেম্বর সকালে।


পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হারাখাল স্পোর্টিং ক্লাবের সদস্যরা এ সময় তারা নিরবে দাড়িয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।


পুষ্পমাল্য অর্পণ করার সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সহ-সভাপতি মাস্টার ওমর ফারুক সহ-সভাপতি ছবির হোসেন,সাধারণ সম্পাদক আলী আক্কাস,কোষাধ্যক্ষ শাহিন,সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান,উপদেষ্টা মাস্টার ইয়াকুব সহ অনেকেই।



www.a2sys.co

আরো পড়ুন