শিরোনাম

প্রকাশঃ Wed, Feb 1, 2023 10:47 PM
আপডেটঃ Fri, Sep 22, 2023 9:32 AM


চুরি বৃদ্ধির ঘটনায় পুলিশের টহল ও চেক পোষ্ট বৃদ্ধির সিদ্ধান্ত

চুরি বৃদ্ধির ঘটনায় পুলিশের টহল ও চেক পোষ্ট বৃদ্ধির সিদ্ধান্ত

মোঃ ফায়েল খান-সন্দ্বীপ প্রতিনিধিঃ

সাম্প্রতিক সময়ে সন্দ্বীপ থানা এলাকার  বিভিন্ন হাট বাজার সহ বসতগৃহে চুরি সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সন্দ্বীপ থানা প্রাঙ্গণে সুদীপ্ত সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং এবিএম নায়হানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার, (সীতাকুন্ড সার্কেল), চট্টগ্রামের উপস্থিতিতে সন্দ্বীপ থানাধীন বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সেক্রেটারী, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, সংবাদকর্মী সহ গণ্যমান্য লোকজনদের সাথে অপরাধ প্রতিরোধমূলক জনমত গ্রহন ও আলোচনা সভা ৩১ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার অনুষ্ঠিত হয়।


সভায় জানানো হয় এ পর্যন্ত  বিভিন্ন দোকান ও গৃহে চুরির ঘটনায় থানায় গৃহিত সবকটি মামলায় চোরাই মালামাল উদ্ধার সহ মোট ৮ জন চোরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।



তথাপিও বিভিন্ন দোকান ও গৃহে চুরির ঘটনা হ্রাস কল্পে পুলিশের টহল, চেক পোষ্ট বৃদ্ধি সহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, নাইটগার্ড এবং কোস্টগার্ডের সাথে সমন্বয়পূর্বক অপরাধ প্রতিরোধের নিমিত্তে সচেষ্ট থাকার জন্য আলোচনা সভায় পুলিশ ও জনপ্রতিনিগণ অঙ্গীকারাবদ্ধ হন।



www.a2sys.co

আরো পড়ুন