শিরোনাম

প্রকাশঃ Thu, Mar 16, 2023 10:43 PM
আপডেটঃ Sun, Jun 4, 2023 3:37 PM


মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন উত্তরা ইউনাইটেড ক্লাব

মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন উত্তরা ইউনাইটেড ক্লাব

মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস* উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে *বাংলাদেশ যুব কল্যাণ পরিষদ* ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আন্ত: থানা ফুটবল টুর্নামেন্টের *ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


ফিরোজ আলম এর পরিচালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সমাজসেবক, গবেষক ড. রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ যুব কল্যাণ পরিষদের, ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি  চিকিৎসক ডা. ফখরুদ্দিন  মানিক, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না চপল, বিশিষ্ট ব্যবসায়ী সরদার আবদুল কাদের আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ, উত্তরা পূর্ব থানার পরিচালক সুলতান মাহমুদ,তুরাগ দক্ষিণ থানার পরিচালক সাইফুল ইসলাম, তুরাগ উত্তর থানার পরিচালক আবদুর রাকিব, উত্তরা পশ্চিম থানার পরিচালক মাইনুল ইসলাম, তুরাগ মধ্য থানার উপদেষ্টা  মহিবুল্লাহ


পরিচালক সাহিদুল ইসলাম, জুলফিকার হোসেন, উত্তরা গ্রীন ক্লাবের  সেক্রেটারী আমীর হামজাহ, রেদোয়ান হোসেন, মাহবুবুর রহমান, মোস্তাফিজ প্রমুখ।আজকের খেলায় *উল্লাস স্পোর্টিং ক্লাব বনাম *উত্তরা ইউনাইটেড  ক্লাবের* মধ্যকার ফাইনাল খেলায়  ট্রাইবেকারে *উত্তরা ইউনাইটেড স্পোর্টিং  ক্লাব* জয়লাভ করে।



www.a2sys.co

আরো পড়ুন