শিরোনাম

প্রকাশঃ Wed, Mar 22, 2023 7:11 PM
আপডেটঃ Wed, Sep 11, 2024 7:35 AM


ভোলাহাটকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

ভোলাহাটকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আলী হায়দার রুমন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ ধাপে বুধবার (২২ মার্চ) ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



পাশাপাশি দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে সম্পূর্ণ ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি।এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা। এ উপজেলায় ১হাজার১২২টি বাড়ি ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি দেয়া হয়। প্রত্যেককে দুই শতাংশ জমিসহ পাকা বাড়ি দেয়া হয়।



ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিফ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজওয়ান ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,আওয়ামীলীগের নেতাকর্মীরা, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



www.a2sys.co

আরো পড়ুন