শিরোনাম

প্রকাশঃ Sun, Mar 26, 2023 7:40 PM
আপডেটঃ Sat, Apr 13, 2024 10:23 PM


নানা আয়োজনে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও আলোচনা সভা উদযাপিত

নানা আয়োজনে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও আলোচনা সভা উদযাপিত

কুমিল্লায় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে  ২৬ মার্চ 'মহান স্বাধীনতা দিবস'। সূর্য উদয় লগ্নে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।


অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সকাল ৯ ঘটিকায় কুমিল্লার কেন্দ্রীয় শহিদ মিনারে ও  কুমিল্লা সিটি কর্পোরেশনের পার্কে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।


পরবর্তীতে কলেজ অডিটোরিয়াম আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক অধ্যক্ষ জনাব হাসান ইমাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার। আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোস্তাক আহমদ। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মোঃ রাশেদুল হক খান। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. কামরুর রশিদ।


 অনুষ্ঠানে ২৬ মার্চ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন শিক্ষকবৃন্দ। তারা সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের আহ্বায়ক ও সঞ্চালক ছিলেন অধ্যাপক নাজমা আহমেদ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের  মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।



www.a2sys.co

আরো পড়ুন