শিরোনাম

প্রকাশঃ Mon, Apr 3, 2023 12:00 AM
আপডেটঃ Sun, Sep 24, 2023 7:10 PM


ইতালিতে ইংরেজি বললেই গুণতে হতে পারে জরিমানা

ইতালিতে ইংরেজি বললেই  গুণতে হতে পারে জরিমানা

ইতালিতে দাপ্তরিক কাজে ইংরেজিসহ বিদেশি ভাষা ব্যবহার করেন, এমন ব্যক্তিদের জরিমানা করতে নতুন একটি বিল দেশটির পার্লামেন্টে উত্থাপন করেছে সরকার।ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের সদস্য ফাবিও রামেপেল্লি বিলটি উত্থাপন করেছেন। আর তাতে সমর্থন দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিলে সব বিদেশি ভাষা ব্যবহারের বিষয়ে বলা হলেও বিশেষ করে ইংরেজি শব্দের ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হয়েছে। খসড়া বিলটিতে বলা হয়েছে, ইংরেজি শব্দের ব্যবহারে ইতালীয় ভাষার অমর্যাদা ও অবমাননা হচ্ছে। বিশেষ করে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরও ইংরেজির চর্চা থাকাটা আরও বেশি দুঃখজনক।


খসড়া আইনে বলা হয়েছে, ইতালির মধ্যে সব ধরনের পণ্য ও পরিষেবার প্রচারে ইতালীয় ভাষার ব্যবহার হবে বাধ্যতামূলক। আর এটা যদি কেউ না করে, তাহলে অভিযুক্ত ব্যক্তির ৫ হাজার থেকে এক লাখ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। তবে বিলটি উত্থাপন করা হলেও এ নিয়ে পার্লামেন্টে এখনো কোনো আলোচনা হয়নি।




www.a2sys.co

আরো পড়ুন