শিরোনাম
- হোম
- তালিকা অনুযায়ী হেফাজতের নেতাকর্মীরা মুক্তি পাচ্ছেন- স্বরাষ্ট্রমন্ত্রী
আপডেটঃ Mon, Jun 5, 2023 12:45 AM
তালিকা অনুযায়ী হেফাজতের নেতাকর্মীরা মুক্তি পাচ্ছেন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির জন্য সুপারিশ করা হয়েছে। তারা (হেফাজত) যে তালিকা দিয়েছে, সে তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে নেতাকর্মীরা মুক্তি পাচ্ছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল সোয়া ৫টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেখানে আছরের নামাজ শেষ করে মন্ত্রী মাদ্রাসার শিক্ষা ভবনে নুরানির তালিমুল কোরআন বোর্ডের প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।এর আগে, মঙ্গলবার গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, নেতাকর্মীদের মুক্তি দেওয়া না হলে ঈদের পর আন্দোলন করা হবে।
হাটহাজারী মাদ্রাসায় সফরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এখানে মাওলানা শাহ আহমদ শফীর কবর রয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল, তার কবর জিয়ারত করবো। আজ কবর জিয়ারত করতে এসেছি।
তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থানের পর সবাই বলেছিল, কওমি মাদ্রাসা থেকে জঙ্গিরা আসে। কিন্তু আমরা বলেছিলাম কওমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। সরকার কোনও মাদ্রাসা বন্ধ করেনি, ভবিষ্যতেও করবে না। এই সরকার মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে তুলতে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া, সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম প্রমুখ।
এর আগে মন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় পৌঁছে মসজিদে আছরের নামাজ আদায় করেন। এরপর মাদ্রাসার সাবেক মহাপরিচালক ও হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এরপর হাটহাজারী মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মাওলানা ইয়াহিয়াসহ শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময় করেন।

কুমিল্লায় বিনা খরচে বাইক চালানোর প্রশিক্ষণ পেল শতাধিক তরুণ-তরুণী
শরীফ খানঃ কুমিল্লা নগরীতে রানা.. বিস্তারিত

দাউদকান্দির দশপাড়ায় খন্দকার মোশতাকের ভাতিজা ও নাতনির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
খন্দকার মোস্তাকের দুই বংশধর খন.. বিস্তারিত

শবেবরাত ইবাদত না বিদাআত?
এই হাদিসটি বুখারি মুসলিমের বর্.. বিস্তারিত

রাজনীতির আকাশে ঘন মেঘ ঘনীভূত হয়েছে,যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের
যেটিই হোক, একটি সমঝোতা হবে, হয়.. বিস্তারিত

শিক্ষার্থী হত্যা মামলার আসামীকে চাকরি দিচ্ছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি.. বিস্তারিত

কুমিল্লায় স্কুল ছাত্র হত্যার ঘটনায় পাঁচজনের ফাঁসি; দুইজনকে কারাদণ্ড
রায়ে সন্তুষ প্রকাশ করে নিহত আশ.. বিস্তারিত

কুবিতে সাংবাদিক সমিতির কার্যালয় ভাঙচুর
দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যা.. বিস্তারিত

আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, অনেক ডাক্তার দেখিয়েও লাভ হয়নি - সানাই
পারিবারিক আয়োজনে অনেকটা গোপনেই.. বিস্তারিত

দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি - সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ
সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ প্রতিনি.. বিস্তারিত

চান্দিনা পৌরসভার প্রধান সড়কগুলো ভেঙে চৌচির,বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে
কুমিল্লার চান্দিনা পৌরসভার প্র.. বিস্তারিত