হোম
জাতীয়
রাজনীতি
বিদেশ
বিনোদন
ধর্ম
শিক্ষা
চাকুরির খবর
গল্প , কবিতা
কলাম
ফেসবুক কর্ণার
অপরাধ-ক্রাইম
করোনা ভাইরাস
☰
হোম
জাতীয়
রাজনীতি
বিদেশ
বিনোদন
ধর্ম
শিক্ষা
চাকুরির খবর
গল্প , কবিতা
কলাম
ফেসবুক কর্ণার
অপরাধ-ক্রাইম
করোনা ভাইরাস
শিরোনাম
- হোম
- সাতক্ষীরায় মুজিব শতবর্ষের উপহারের ঘরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
প্রকাশঃ Mon, Feb 22, 2021 8:49 PM
আপডেটঃ Mon, Mar 1, 2021 12:09 AM
আপডেটঃ Mon, Mar 1, 2021 12:09 AM
সাতক্ষীরায় মুজিব শতবর্ষের উপহারের ঘরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গৃহহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে দুটি প্রকল্প গ্রহণ করেছেন। প্রকল্প দুটির মধ্যে একটি হলো জমি আছে গৃহ নেই। আর যাদের জমি বা গৃহ কিছু নেই। প্রকল্প দুটির মধ্যে জমি আছে গৃহ নেই এমন ব্যক্তিদের গৃহ নির্মাণের জন্য ১লক্ষ ২০ হাজার টাকা এবং যাদের জমি ও বা গৃহ নেই তাদের জন্য ১লক্ষ ৭১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহ নির্মাণ কাজে কলারোয়া ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গরীব ও অসহায়দের জন্য মানসম্মত গৃহ নির্মান নিশ্চিত করার জন্য উপজেলা পর্যায়ের শীর্ষ সরকারি কর্মকর্তারা এটি নির্মাণ করে আসছেন। নির্মাণ কাজে যথাযথ তদারকি না থাকাসহ কাজে অভিজ্ঞতা শুণ্যের কোঠায় থাকায় কাজের মান নিয়ে ঝড় বইছে গৃহে ওঠা গরীব অসহায়দের মনেও।
জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ প্রকল্প হাতে নিয়ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বরাদ্দকৃত প্রথম পর্যায়ে কলারোয়া উপজলা ৬০টি ঘরের প্রতিটি ঘরের নির্মান বরাদ্দ ১ লক্ষ ২০ হাজার টাকা। গৃহনির্মাণ কাজ শুরু থেকে যেন তেন ভাবে শুরু করা হয়।
জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত শমসের সানার স্বামী পরিত্যক্ত কন্যা প্রতিবন্ধী আশুরা খাতুন জানান,আমাকে ঠিকাদার ভিট বালি কিনতে বলে আমি গরিব মানুষ টাকা না থাকায় গ্রাম থেকে তিন ট্রলির মত ভিট বালি কালেকশন করেছি,এমন কি দুই বস্তার মত সিমেন্ট ও গ্রামের মানুষের কাছ থেকে চেয়ে নিয়েছি,দুই কেজি পলিথিনও কিনে দিছি,এখন আবার বলছে টয়লেটের গর্ত আমার খুড়ে দিতে হবে এখন টাকা আমি কই পাব?সরজমিনে গিয়ে দেখা যায়,আশুরার ঘর তার ভাইয়ের ধান শুকানোর চাতালের পরে কোন রকম না খুড়েই ঘর তৈরি করেছে।
কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামের গৃহহীন পরিবারর সদস্য মেহের আলীর স্ত্রী জানান, প্রধানমন্ত্রী তার নামে একটি ঘর বরাদ্ধ দেয়। ঘরের নির্মাণ কাজ যারা করেছে (রাজমিস্ত্রি) তারা ১০ বস্তা সিমেন্টের সাথে ৪ টলি বালি মিশিয়ে কাজ করায় কাজ খুব ভালো মানের হয়েছে বলে তার মনে হয়নি। একই ইউনিয়নের ফাজিলকাটি গ্রামের জবেদা খাতুনের স্বামী মোহর আলী জানান, ঘরের কাজ খুব নিন্ম মানের হয়েছে। তিনি অভিযোগ জানিয়ে বলেন এই ঘরের টয়লেটের স্লাব ব্যক্তিগতভাবে ক্রয়ের জন্য ঠিকাদার তাকে নির্দেশ দেয়। নিন্ম মানের ৪টি ব্রান্ডের সিমেন্ট ব্যবহারে ঘরের নির্মাণ কাজ দুর্বল হয়ে গেছে। জোরে ঘষা দিলেই ঘরের পলিস্তরা খসে পড়ছে। তিনি আরও জানান ৩ ট্রলি বালির সাথে মাত্র ১৫ বস্তা সিমেন্টের কাজ করায় কাজ ভালো হয়নি।
পুটুনী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মনজুয়ারা খাতুন প্রধান মন্ত্রীর বরাদ্দকৃত ঘর উপহার হিসাবে পাওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদার কর্তৃক নির্মাণধীন ঘরের ভিত (পোতা)’র গভীরতা না করে একটা ইটের উপর দেয়াল নির্মান করা হয়েছে। চালের (ছাউনী)’র জন্য মেহগনি কাঠ ব্যবহার করার নির্দেশ থাকলেও সেটি উপেক্ষা করে নারিকেল গাছের চিকন দুর্বল কাঠ ব্যবহার করা হয়েছে। ঝড়ে যা উড়ে যাওয়ার সম্ভবনা শতভাগ। প্রতিটি গৃহের অবকাঠামাগত দূর্বল হয়েছে। তিনি দু:খ প্রকাশ করে বলেন দূর্বল ঘরটি আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকা ব্যয় নির্মান করায় যে কোন সময় ঘরটি ভেঙ্গে হতাহতের মতো দূর্ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে ঠিকাদার সুভাষ কুমার বলেন, ইট নিন্মমানের, বালু বেশি, সিমেন্ট কম এধরনের অভিযোগ গুলো মিথ্যা। এছাড়া স্লাবের জন্য কারো কাছে টাকাও দাবি করা হয়নি। ইউএনও স্যার আমাকে বলেছেন এ কাজে কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। পুরো বরাদ্দের টাকাতেই কাজ সম্পন্ন করতে হবে।
সরকারি বরাদ্দকৃত গৃহহীন মানুষের নির্মাণধীন ঘরের জন্য নায্য মূল্য ইট ক্রয়ের সরকারি টাকা বরাদ্দ থাকলেও কলারায়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা উপজেলায় অবস্থিত ১৯ টি ইটভাটার মালিকদের কাছ থেকে চাপ প্রয়োগ করে ৭ হাজার করে ইট গ্রহণ করেছেন। যারা ইট দিতে অপারগতা প্রকাশ করেছেন তাদেরকে বাধ্যতা মূলক নগদ ৫০ হাজার টাকার ইউএনওকে দিতে হয়েছে। কিছু কিছু ইট ভাটার মালিকের কাছ থেকে সু-কৌশলে নায্য মূল্য না দিয়ে বাধ্যতামূলক ভাটা থেকে ইট বহন মূল্যসহ হাজার প্রতি ৬ হাজার ২শত টাকা করে ৫০ হাজার ইট ক্রয় করেছেন বলে উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক এবং কর্মরতরা জানিয়েছেন।কলারোয়ার গাজী ভাটার ম্যানেজার উত্তম চন্দ্র জানান, কলারোয়ার ইউএনও সাহেব কম টাকায় ইট ক্রয় করেছে। লোকসান এড়াতে ভাটা গৃহনির্মানের হেড মিস্ত্রির সাথে যোগাযোগ করে কৌশলে এক হাজার ইট ১ নং দিয়েছেন তো ৫ হাজার দিয়েছেন ৩ নং ইট। এসব ঘর বেশী দিন টিকবে না বলে তার ধারনা।এমন সব নানা কারনে গৃহ নির্মান অসম্ভব আকারে দুর্বল হয়েছে বলেও এলাকাবাসি মন্তব্য করেন।
ইট ভাটার মালিক আয়ুব আলী মেম্বর ক্ষোভ প্রকাশ করে বলেন ইটের বাজার মূল্য বহনসহ হাজার প্রতি ৮ হাজার টাকা।অন্য ভাটা মালিক ফারুক হোসেন জানান, আমার ভাটায় পর্যাপ্ত ইট তৈরি সম্ভব হচ্ছে না বলে বাধ্য হয়ে ইউএনওকে আমি নগদ ৫০ হাজার টাকা দিয়েছি যেটা অফেরৎযোগ্য। কলারোয়া কুশোডাঙ্গা ইউনিয়নের ভাটা মালিক আলমগীর হোসেন জানান, বিনা মূল্যে প্রথম কোটায় ৬ হাজার ইট দিয়েছি। পরে ১ হাজার ইট দরবাসা গ্রামের মেহের আলীর বাড়িতে দিয়েছি। এরপর ফের ৩ হাজার ইট ফাজিলকাটি জবেদার বাড়িতে দিয়েছি। অন্যস্থানেও ১হাজার ইট দ্রুত পাঠাতে হয়েছে। বিনা টাকায় আর কত পারা যায়? না দিলে অভিযান চলবে।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত রয়েট ভাটার মালিক কবির হোসেনের নিকট ইউওনো স্যারকে কত হাজার ইট দিচ্ছেন জানতে চাইলে ক্ষোভ ঝেড়ে বলেন, করোনা ভাইরাসের কারনে আমরা ঠিকমত ব্যবসা করতে পারছিনা তার মধ্য ইট না দিলে ভাটা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ইউএনও। যা অত্যন্ত কষ্টদায়ক আমি ৭ হাজার ইট বাধ্য হয়েই বিনামূল্যে দিয়েছি। এছাড়া একাধিক ভাটা মালিকের নিকট হতে একই ভাবে ইট দেয়ার কথা রয়েছে। এসব ইট দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মান করা হচ্ছে। চাঁদার ইটে গরীব নাম কামানো।
খোঁজ নিয়ে একাধিক সূত্রে জানা গেছে, বিনা টাকাসহ কম মূল্য ইট না দিল উপজেলায় ভাটা চালাতে দেওয়া হবে না মর্মে ইউএনও হুমকি দিয়েছেন। ইতোমধ্য কয়েকটি ভাটার মালিক ইউএনও’র নির্দেশনা অনুযায়ী দাবিকৃত ইট গৃহনীর্মাণের জন্য নিজ খরচে বিভিন্ন স্থানে পৌছে দিয়েছেন।
উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্মান সমাপ্ত হওয়া বাস গৃহ ও নির্মানাধীন বাস গৃহ পরিদর্শনকালে এলাকাবাসিদের সাথে আলাপকালে তারা জানান, গরীব অসহায় ও গৃহহীনদের এসব বাসগৃহ নির্মানে ব্যাপক অনিয়ম করা হয়েছে। ভিত না খুড়ে আলগা মাটির উপর থেকে ইটের গাঁথুনি শুরু করা হয়েছে। পরে ভিতের মধ্যে মাটি ভরাট করা হয়েছে

প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আওয়ামীলীগ নেতা আটক
গতকাল রাত দেড়টায় পাচধারা পশ্চ.. বিস্তারিত

করোনার মাঝেই সেনাসদস্যের বউকে নিয়ে পালালেন ছাত্রলীগ কর্মী
পরকীয়া প্রেমের সূত্র ধরে এই ঘ.. বিস্তারিত

দেশের প্রথম করোনা প্রতিরোধ বান্ধব বাজার চট্টগ্রামে, প্রবেশ পথে থাকছে থার্মাল স্ক্যানার
চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজু.. বিস্তারিত

দিনাজপুরে বজ্রপাত কেড়ে নিল নিরীহ কৃষকের একমাত্র অবলম্বন
মোঃমঈন উদ্দীন চিশতী, দিনাজপুর.. বিস্তারিত

মাওলানা সাঈদীর মুক্তির দাবিতে অনলাইনে বাংলাদেশ ট্রেন্ডে শীর্ষে অবস্থান করছে #FreeSayedee এই হ্যাশট্যাগটি
আল্লামা সাঈদীর মুক্তির দাবিতে.. বিস্তারিত

কে কি করতে পারে আমার জানা আছে - প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এ দেশের সবাইকে আমার চেনা আছে।.. বিস্তারিত

শহিদুল আলম পাটোয়ারী গণ পাঠাগার'র শুভ উদ্বোধন
মোহাম্মদ জানে আলমঃ কুমিল্লা না.. বিস্তারিত

নেশার টাকা না পেয়ে মাকে খুন করলো মেয়ে
তারা মা এবং মেয়েরা মিলে একই সা.. বিস্তারিত

দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচন: ৩ ঘন্টায় ভোট পড়েনি একটিও
দেবিদ্বার উপজেলা পরিষদ উপ-নির্.. বিস্তারিত

হবিগঞ্জের নবীগঞ্জে খামারে বিষ প্রয়োগ করে ২৫০টি হাঁস নিধন করেছে দূর্বৃত্তরা
কেমন শত্রুতা! হবিগঞ্জ জেলার নব.. বিস্তারিত