শিরোনাম

প্রকাশঃ Tue, May 16, 2023 11:09 PM
আপডেটঃ Sun, Jun 4, 2023 11:03 PM


কুমিল্লা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু

কুমিল্লা মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু

কুমিল্লা মহানগর শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। 


কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিক অব্যাহত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়।


উল্লেখ্য- কুমিল্লা মহানগর শাখা ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মহানগর যুবদলের যুগ্ম আহাবয়ক করায় পদটি শূন্য হয়।


এদিকে মিঠুকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলেন,একজন নির্যাতিত সাহসী ছাত্র নেতাকে দায়িত্ব দিয়েছে দল। তার নেতৃত্বে এগিয়ে যাবে মহানগর ছাত্রদল।



www.a2sys.co

আরো পড়ুন