শিরোনাম

প্রকাশঃ Fri, May 19, 2023 9:50 PM
আপডেটঃ Sun, Sep 8, 2024 2:52 PM


গুলশানে গুজব, নয়াপল্টনে মিথ্যাচারের কারখানা বিএনপির - ওবায়দুল কাদের

গুলশানে গুজব, নয়াপল্টনে মিথ্যাচারের কারখানা বিএনপির - ওবায়দুল কাদের

গুজবের কারখানা বিএনপির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি গুলশানে গুজবের কারখানা চালু করেছে। এখান থেকে সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অনলাইনে আজগুবি মিথ্যা কথা বলছে। এই গুজবের কারখানা বন্ধ করতে হবে।




আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ শান্তি সমাবেশ হয়।



নয়াপল্টনে বিএনপির মিথ্যাচারের কারখানা রয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখান থেকে তাদের গলার জোর দেখানো, বিষোদ্গার সমানে চলছে। বিএনপি পদযাত্রার আড়ালে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে।



www.a2sys.co

আরো পড়ুন