শিরোনাম

প্রকাশঃ Sun, Nov 19, 2023 3:37 PM
আপডেটঃ Sat, Dec 2, 2023 1:40 PM


কুমিল্লা মুরাদনগরের ২ বিএনপি নেতা গ্রেফতার, কায়কোবাদের নিন্দা ও মুক্তি দাবি

কুমিল্লা মুরাদনগরের ২ বিএনপি নেতা গ্রেফতার, কায়কোবাদের নিন্দা ও মুক্তি দাবি

বিএনপির আন্দোলন চলমান পক্ষান্তরে গ্রেফতার অভিযান চলমান রেখেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ১ বিএনপি নেতাকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অন্যদিকে ঢাকা থেকে আরেক বিএনপি নেতাকে গ্রেফতার করে পুলিশ।



আটকৃতরা হলেন খামারগ্রামের যুবদল নেতা রাজিব ও হায়দ্রাবাদের মনির হোসেন।



গ্রেফতার করে আমাদের আন্দোলন ধমিয়ে রাখা যাবে না।বরং এই গ্রেফতার ও নেতাকর্মীদের হয়রানির জবাব জনগন চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে দিবে বলে মন্তব্য করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক।


রাতের আঁধারে বিএনপি নেতাকে ও ঢাকা থেকে আরেক বিএনপি নেতাকে গ্রেফতারে নিন্দা ও মুক্তি দাবি করে কুমিল্লা মুরাদনগরের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আমার মুরাদনগরের মানুষ আজ নির্ঘুম রাত কাটাচ্ছে, নিজের ঘরে আজ তারা অনিরাপদ। প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা পালন করার আহবান করছি। অন্যথায় আন্দোলনের মাত্রা আরো তীব্র হবে। গ্রেফতার আর নির্যাতন কি আন্দোলন ধমিয়ে রাখতে পারবে?

অবিলম্বে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি



www.a2sys.co

আরো পড়ুন