শিরোনাম

প্রকাশঃ Thu, Dec 14, 2023 12:58 PM
আপডেটঃ Wed, Jan 22, 2025 9:24 PM


দেশবাসীর উদ্দেশ্য বিশেষ বার্তা দিলেন মুফতি আমির হামজা

দেশবাসীর উদ্দেশ্য বিশেষ বার্তা দিলেন মুফতি আমির হামজা

দীর্ঘদিন কারাগারে থাকার পর গেল কয়েকদিন আগে জামিনে মুক্তি পান বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মুফতি আমির হামজা। গতকাল ফেসবুকে তিনি দেশবাসীর উদ্দেশ্য একটি বার্তা দেন- তার স্টাটাস হুবহু তুলে ধরা হল




একটি বিভ্রান্তির নিরসন।


কুরআন রিসার্চ ফাউন্ডেশন (qrf) সাথে বর্তমানে আমার কোন সম্পর্ক নেই। প্রথম পর্যায়ে আমি সহ বাংলাদেশের নামি-দামি অনেক উলামায়ে কেরাম qrf এর গবেষণার সাথে যুক্ত হয়েছিলাম। কুরআন কেন্দ্রীক গবেষণা প্রতিষ্ঠানে আলেমরা যুক্ত হবেন সেটা খুবই স্বাভাবিক বিষয় ছিলো। 

তবে সময়ের পরিক্রমায় তাদের গবেষণা, চিন্তা-চেতনা অনেক আলেমের কাছেই অপছন্দীয় হয়ে উঠে। বিজ্ঞ আলেমরা এখান থেকে সরে আসেন। আমি বিষয়গুলো আরো ভালভাবে অবজারভেশনে জন্য কালক্ষেপণ করতে থাকি এবং আমাদের সিনিয়র আলেমদের সাথে পরামর্শ করি। 

সিনিয়র আলেমদের পরামর্শের ভিত্তিতেই আমি কারাগারে যাওয়ার আগেই qrf সকল চিন্তা পরিহার করেছিলাম। তবে বিষয়টি ক্লিয়ার করার সময় না পাওয়াতে দীর্ঘদিন আমাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার ছড়িয়ে পড়ে। এমনকি আমাকে হাদিস অস্বীকারকারীর মত জঘন্য  অপবাদ দেওয়া হচ্ছে (ইন্না-লিল্লাহ)। যারা এসব অপপ্রচার জেনে-বুঝে ভিন্ন কোন স্বার্থের জন্য করছেন তাদেরকে শুধু বলবো আপনারা আল্লাহকে ভয় করুন।  


আমাদের জীবন উৎসর্গিত হোক কুরআন ও সুন্নাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। আমিন।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন