শিরোনাম

প্রকাশঃ Fri, Mar 29, 2024 12:45 AM
আপডেটঃ Sat, Dec 14, 2024 12:17 AM


মক্কাস্থ খুরুশকুল প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মক্কাস্থ খুরুশকুল প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইয়ুব মোল্লা:- সৌদিআরবে মক্কাস্থ কক্সবাজার খুরশকুল প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মক্কার স্থানীয় দারুল বয়ান আল রাশেদ হোটেলের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও আকাশ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আইয়ুব মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মোফাসসিরে কোরআন মুফতি আমির হামজা।



 বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হজ্জের খোৎবা ও কাবার জুমার নামাজের বাংলা অনুবাদক ও ভাষ্যকার শায়েখ আ ফ ম ওয়াহিদুর রহমান।

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টো, পিএমখালীর সাবেক এমউইপি মোস্তাক আহাম্মদ, এম এ মান্নান সভাপতি মক্কা প্রবাসী ফোরাম

হাঃ নুরুল আবছার নূরী পতিষ্ঠাতা খুরুশকুল প্রবাসী কল্যাণ সমিতি। শহিদুল ইসলাম সাবেক সভাপতি খুরুশকুল প্রবাসী কল্যাণ সমিতি। রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক  সাহাব উদ্দিন অর্থ সম্পাদক, মোরশেদুর রহমান খোখন। কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও বিশিষ্ট সাংবাদিক বাংলাভিশন, মৌলানা মনছুর আলম আযাদ প্রতিষ্ঠাতা উম্মে সালমা বালিকা মাদ্রাসা খুরুস্কুল, মোঃ জুবায়ের ভুট্টো সভাপতি মক্কাস্থ রামু সমিতি, মোঃ আলম হেলালি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমসজ সেবক খুরুস্কুল, কাজী রাশেল সাধারণ সম্পাদক মক্কা প্রবাসী ফোরাম, 


প্রধান আলোচক মুফতি আমির হামজা তার বক্তব্যে বলেন, আজ ১৭ ই রমজান ঐতিহাসিক বদর দিবস বদরের মুজাহিদের থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে অন্যথায় মুসলমানদের ইতিহাসে মুছে যাবে।



www.a2sys.co

আরো পড়ুন