শিরোনাম

প্রকাশঃ Wed, Jul 17, 2024 2:52 PM
আপডেটঃ Fri, Dec 13, 2024 5:51 AM


রেজিস্ট্রার ভবনে হামলা চালিয়েছে কোটা আন্দোলনে ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা -দাবি সমন্বয়কদের

রেজিস্ট্রার ভবনে হামলা চালিয়েছে কোটা আন্দোলনে  ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা -দাবি সমন্বয়কদের

জাবি প্রতিনিধি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেটে সভায় হল ত্যাগের নির্দেশ দেওয়ার পর রেজিস্ট্রার ভবনে হামলা চালিয়েছে একদল শিক্ষার্থী। কোটা আন্দোলনের সমন্বয়করা দাবি করছেন ছাত্রলীগ থেকে আসা  অনুপ্রবেশকারীরা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের হামলা চালিয়ে। সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের হামলা বা ঝামেলায় জড়ায়নি, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। 


প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান যখন সিন্ডিকেটের সিদ্ধান্ত পড়ে শোনাচ্ছিলেন তখন শিক্ষার্থীরা দুয়োধ্বনি দেয়। কিন্তু এরপর কিছু শিক্ষার্থী রেজিস্ট্রারের দিকে জুতা ও জানালায় ইট নিক্ষেপ করে। 


এদিকে সকালে সিন্ডিকেটে সভা শুরু হয়েছে এমন খবরে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়  শিক্ষার্থীরা। হল ভ্যাকেন্টের মাধ্যমে তাদের আন্দোলনকে দমন করার হীন চেষ্টা করছে প্রশাসন এমন দাবি করেন তারা।


কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘ আমরা আমাদের জীবনের নিরাপত্তার জন্য আন্দোলনে যুক্ত হয়েছি। আমরা কোন ভাবেই হল ছাড়তে পারবো না। একই সাথে আমরা বলতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। যারা রেজিস্ট্রার বিল্ডিং এ হামলা চালিয়েছে তারা আমাদের কেউ নয়। আমাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী এসেছে। যারা ১৫ জুলাই রাতে আমাদের উপর হামলা চালিয়েছিল। আমি মনে করি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ হামলা চালিয়েছে। আমরা এর তীব্রনিন্দা জানায়।


উল্লেখ্য, সিন্ডিকেট সভায় অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।একই সাথে বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



www.a2sys.co

আরো পড়ুন