শিরোনাম

প্রকাশঃ Wed, Jul 17, 2024 10:32 PM
আপডেটঃ Wed, Nov 6, 2024 4:53 AM


মোটরসাইকেল চুরির দায়ে পুলিশ সদস্য কারাগারে

মোটরসাইকেল চুরির দায়ে পুলিশ সদস্য কারাগারে

কুষ্টিয়া পুলিশ লাইনসে কর্মরত এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলার আসামি রাসেল ও পুলিশ সদস্য মোস্তফা কামাল আদালতে হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৮ জুলাই) কুষ্টিয়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কেরামত আলী তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

এর আগে গত ২৪ মার্চ রাতে কুমিল্লা থেকে এ ঘটনায় দুই আসামি খলিল ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৬৪ ধারায় জবানবন্দিতে মোটরসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন খলিল ও সোহাগ।



www.a2sys.co

আরো পড়ুন