শিরোনাম

প্রকাশঃ Sun, Oct 20, 2024 9:00 PM
আপডেটঃ Wed, Nov 6, 2024 5:49 PM


ধামঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ধামঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার  (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও স্বৈরশাসক শেখ হাসিনার দোসর ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিশ্বস্ত নেতা  অলি উল্লাহ মেম্মার (৫০) সহ ১৪ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেছে ধামঘর ইউনিয়ন যুবদল কর্মী নাজমুল হোসাইন।

মামলার বিবরনে বলা হয়, ধামঘর ইউনিয়নের ভুবনঘরে বিএনপি নেতাকর্মীরা অফিস নির্মানের জন্য একটি ঘর ভাড়া নেয়। এ খবর জানতে পেরে সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিশস্ত নেতা ধামঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠিসোটা, লোহার রড,গ্যাস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে  নাজমুল হোসাইন (২৫), রুহুল আমিন (৪৩),মিজান (৫২),ফারুক (৩৮) এর উপর হামলা করে কুপিয়ে জখম করে।

এছাড়াও ওয়াসিম মুন্সি,শরীফসহ বেশ কয়েকজন আহত হয়।

মামলায় আসামিরা হলেন- ১। মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজু মেম্বার (৫০), পিতা-মৃত আঃ মালেক ২। সোহরাব হোসেন বেলাল (৪২), পিতা-মৃত বজলুর রহমান,৩। অলি উল্লাহ মেম্বার (৫০), পিতা-মৃত আব্দুল কাদের,৪। ইব্রাহিম (২৮), পিতা-জলিল ৫। রাসেল(২৮), পিতা-রশিদ মিয়া,৬। কাউছার (৩৫), পিতা-মৃত রশিদ মিয়া,৭। আবেদ আলী (৪৫), পিতা-মৃত ধনু মিয়া,৮। সোহরাব হোসেন (২৫), পিতা-মোঃ রফিক মিয়া,৯। সোহাগ (৩২), পিতা-হুমায়ুন সরকার। ১০/ উজ্জল (২৩), পিতা-ওয়াহিদ মিয়া,১১। জাকির হোসেন (৪০), পিতা-ধনু মিয়া,১২। তোতা মিয়া(৫২), পিতা-মৃত সিরাজ মিয়া প্রকাশ সুরুজ মিয়া,১৩। সেলিম (৪৭), পিতা-আজগর আলী,১৪। আশিক (২২), পিতা-আলমগীর হোসেন। সর্বসাং-ভূবনঘর, ০২নং ওয়ার্ড, ১৬নং ধামঘর ইউনিয়ন, থানা-মুরাদনগরসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের।

এর মধ্যে ১০ নম্বর আসামি উজ্জ্বলকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলী আদালতের বিচারক মুমিনুল হক তাকে কারাগারে প্রেরন করে।

এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.মাহবুবুল হক বলেন- এ মামলায় একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে



www.a2sys.co

আরো পড়ুন