শিরোনাম

প্রকাশঃ Sun, Oct 27, 2024 9:51 AM
আপডেটঃ Wed, Nov 6, 2024 2:36 PM


যানবাহন থেকে চাঁদা আদায়কালে ১ জনকে আটক করেছে সেনাবাহিনী

যানবাহন থেকে চাঁদা আদায়কালে ১ জনকে আটক করেছে সেনাবাহিনী

ভূয়া রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।কুমিল্লা নগরীর সিটি কর্পোরেশনের রশিদ দিয়ে বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে নগদ টাকা, সিটি কর্পোরেশন অনুমোদিত অবৈধ ভুয়া রসিদ বহি জব্দ করা হয়। শনিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ২৩ বীর সেনাবাহিনী ক্যাপ্টেন রাকিন।


সেনাবাহিনী জানায়- কুমিল্লা নগরীর চকবাজার থেকে তেলিকোনা ও জাঙ্গালিয়া বাসট্যান্ড থেকে টমছমব্রীজ সড়কের উপর অবস্থান করে বাস,মিনিবাস,মিনি ট্রাক, ইজিবাইক, মিশুকসহ যাত্রীবাহী বিভিন্ন যানবাহন চালকদের হত্যার ভয়ভীতি দেখিয়ে গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। এরই ধারাবাহিকতায়  শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জাঙ্গালিয়া বাসট্যান্ড সড়কে চাঁদা নেয়ার সময় ১জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে সেনাবাহিনী টহল দল।


গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা সদর দৌলতপুর গ্রামের মান্নান এর পুত্র মোঃ জুলহাস (২৪)  । এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ২/৩ জন চাঁদাবাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সেনাবাহিনী গ্রেপ্তার কৃতদের কাছ থেকে নগদ টাকা, ‍মোবাইল ফোন ৩টি,সীল প্যাড ২টি, গোলাপি ও হলুদ রঙের চাঁদা আদায়ের ভুয়া ৩৫ টি রসিদ বই জব্দ করে। পরবর্তীতে চাঁদাবাজকে সদর দক্ষিণ পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

গ্রেপ্তার কৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছে।



www.a2sys.co

আরো পড়ুন