শিরোনাম

প্রকাশঃ Sat, Nov 2, 2024 12:37 PM
আপডেটঃ Sat, Dec 14, 2024 8:56 AM


কুমিল্লায় দেশ সেরা কিশোর পত্রিকা 'কিশোর কণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লায় দেশ সেরা কিশোর পত্রিকা 'কিশোর কণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের উদ্যোগে দেশের সবচেয়ে জনপ্রিয় কিশোর পত্রিকার ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১লা নভেম্বর) কুমিল্লা শহরের তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩ হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসতে থাকে শিক্ষার্থীরা। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরিক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী হবে।



মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম কেন্দ্রীয় আহবায়ক সিদ্দিক আহমদ ও কিশোরকন্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান মু. নোমান হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান হাসান আহমেদ। মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের  পরিচালক ডা. কাজী আকিব আব্দুল্লাহ, নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন জারিফ।



www.a2sys.co

আরো পড়ুন