শিরোনাম

প্রকাশঃ Sun, Dec 8, 2024 11:56 PM
আপডেটঃ Thu, Jan 23, 2025 10:01 PM


৮ বছর পর প্রকৃত নামে ফিরলো ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়াম

৮ বছর পর প্রকৃত নামে ফিরলো ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়াম

মাকসুদুর রহমানঃ আওয়ামী লীগ সরকার  ক্ষমতায় আসার পর ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়াম এর নাম পরিবর্তন করে নামকরণ করা হয় কলেজ অডিটোরিয়াম । তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ভিক্টোরিয়া কলেজ এই  নাম পরিবর্তন করে ফের জিয়া অডিটোরিয়াম  নামে নামকরন করা হয়। 


তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ এর নেতৃত্বে জিয়া অডিটোরিয়াম এর নাম  পরিবর্তন করা হলেও গতকাল (৮  ডিসেম্বর) রবিবার ছাত্রদলের আন্দোলনের মুখে ফের জিয়া অডিটোরিয়াম নামকরণ করে কলেজ প্রশাসন। 


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের ২০১৬ সালের প্রস্তাবিত কমিটির আহবায়ক কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট হয়েছে সারাদেশ।সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ কলেজের জিয়া অডিটোরিয়াম এর নামে কলেজ অডিটোরিয়াম করে চালিয়ে দেন। এরপর থেকে তা কলেজ অডিটোরিয়াম নামে সবাই চেনে। মূলত এটার নাম ছিল জিয়া অডিটোরিয়াম। আমরা ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া কলেজ এর বর্তমান প্রশাসনকে যারা কলেজের অডিটরিয়ামের নামটি ফেরত দিয়েছেন। 


তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভিন্ন মাধ্যমে এমন কিছু নেই যা করেনি। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নামটি মুছে দিতে চেয়েছিল। কিন্তু বর্তমানে তারাই পলাতক। তাই মতের অমিল থাকলেও রাজনৈতিকভাবে গুণীজনদের হেলা করা উচিত নয়। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব সরকার সারা বাংলাদেশের যেসব নাম পরিবর্তন করে তাদের নিজেদের খেয়াল খুশি মত নাম রেখেছে সেগুলি পুনরায় ফিরিয়ে দেয়া হোক। গুণীজনরা সম্মানিত হোক।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন