শিরোনাম

প্রকাশঃ Mon, Dec 23, 2024 3:03 PM
আপডেটঃ Thu, Jan 23, 2025 10:12 PM


কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ জামায়ত কর্মী আটক

কক্সবাজারে ৫০ কেজি গাঁজাসহ জামায়ত কর্মী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার॥ শহরের কলাতলী এলাকায় জামায়াত নেতার বসতভিটায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে ৫০ কেজি গাঁজা। এ ঘটনায় জামায়াত কর্মী মৌলবি আব্দুল্লাহকে আটক করেছে র‍্যাব। শনিবার ভোর রাতে র‍্যাব-১৫ এর সদস্যরা এ অভিযান চালায়।


র‍্যাব জানিয়েছে, শহরের নুনিয়ারছড়ার মৃত আব্দুল মবিনের পুত্র আটক আব্দুল্লাহ বসবাস করেন দক্ষিন কলাতলীতে। সে শহর জামায়াত কর্মী বলে জানা গেছে। তার বাড়িতে মাটির নীচে প্রায় দেড় মন গাঁজা রয়েছে বলে সংবাদ পৌছে র‍্যাবের কাছে।


খবর পেয়ে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযানে গেলে পালানোর চেষ্টা করে গৃহকর্তা। অবশেষে র‍্যাবের পাঁতানো জালে আটক হয় মৌলবি আব্দুল্লাহ। জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে যে, বসত ঘরের পিঁছনে মাটির নিচে গাঁজা লুকানো আছে। মাদক কারবারি মৌলবি আবদুল্লাহ দীর্ঘদিন মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে বলে র‍্যাবকে জানিয়েছে।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন