শিরোনাম

প্রকাশঃ Mon, Dec 30, 2024 5:35 PM
আপডেটঃ Fri, Jan 24, 2025 4:18 AM


কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সাথে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সাথে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আকাশ টিভি ডেস্ক।।  বিএনপির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী  কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার খিলগাঁওস্থ তার  নিজস্ব বাসভবনে এ সাক্ষাতে উপস্থিত ছিলেন ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাসেমী, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম।


এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে শুভেচ্ছা জানিয়ে জমিয়ত নেতৃবৃন্দ বলেন বিগত সাড়ে ১৫ বছরে ফ্যাসীবাদী চক্র প্রতিপক্ষের কাউকেউ স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়নি। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কোনো দেশপ্রেমিক নেতৃবৃন্দকে দেশে থাকতে দেয়নি। বিশেষ করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতারা এক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রোশের শিকার হয়েছেন। এরই অংশ হিসেবে সম্পূর্ণ মিথ্যা মামলায় ১৩টি বছর নির্বাসনে ছিলেন পরিচ্ছন্ন নেতা কায়কোবাদ। তিনি দেশে ফিরে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ সময় কাজী শাহ মোফজ্জল হোসাইন কায়কোবাদ বলেন ফ্যাসীবাদ বিদায় নিলেও তাদের প্রেতাত্মারা এখন রয়ে গেছে। তাই আগামীতে দেশ গড়তে সব অংশীজনকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন