প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2025 ইং
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকাল ৯টায় কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সভাপতি ডা. মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ফজলুল হক লিটন এবং কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের সেক্রেটারি ইফতিয়ার রেজা আশিক আহম্মেদ শাহীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিরুল কায়সার বলেন, “যে শিক্ষার্থীরা বিপ্লবের সঙ্গে থাকে, তারা কখনো পরাজিত হতে পারে না। বিপ্লবের মাধ্যমেই একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। তাই সবাইকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। উচ্ছ্বসিত অংশগ্রহণে নবীন শিক্ষার্থীদের আগমনকে আনন্দঘন করে তোলে দিনব্যাপী এই আয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম