বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামী বাংলাদেশকে নিয়ে এক কঠোর প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, "জামায়াত কি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়?" এই প্রশ্নের মাধ্যমে তিনি দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচন-সংক্রান্ত দাবিগুলোর ওপর আঙুল তুলেছেন।
আমীর খসরু আরো বলেন, "নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা এবং পিআর পদ্ধতির (আনুপাতিক পদ্ধতি) দাবির মধ্য দিয়ে তারা কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে?" বিএনপির এই নেতা আশঙ্কা প্রকাশ করেন যে, এসব দাবি দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং অগভীর পথে নিয়ে যেতে পারে, যা শেষ পর্যন্ত দেশের গণতান্ত্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।
তিনি আরও বলেন, "গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিতে হবে।" আমীর খসরু বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, নির্বাচনে অংশ নেওয়া ছাড়া অন্য কোনো পথ গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।
এছাড়া, পিআর (আনুপাতিক পদ্ধতি) দাবির আন্দোলন বিএনপির জন্য কোনো ধরনের চাপ সৃষ্টি করছে না বলে মন্তব্য করেন তিনি। "যতক্ষণ না জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, ততক্ষণ এই আন্দোলন বিএনপিকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না," বলেন তিনি।
এদিকে, ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি দলগুলো কোনো সম্মান দেখাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, "যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে।"
আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকা সত্ত্বেও, বিএনপি তাদের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানিয়ে তাদের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।