ছাবিকুন্নাহার নুর, ঢাকা, ৩আশ্বিন (১৮ সেপ্টেম্বর): যুক্তরাজ্যের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন খবর প্রকাশিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা করবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের বিরোধী। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্পের সফর শেষ হলে ব্রিটেন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেবে, যদিও যুক্তরাষ্ট্রের সরকার এ সিদ্ধান্তের বিরুদ্ধে। এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জুলাই মাসে সতর্ক করেছিলেন যে, ইসরায়েল যদি গাজার মানবিক দুর্দশা কমানোর কোনো পদক্ষেপ না নেয় এবং দুই বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা হামলা বন্ধ না করে, তাহলে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হবে। এই ধাপে ধাপে পরিবর্তনের মধ্যে, ফ্রান্সও কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, জাতিসংঘ সম্প্রতি একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে, যা আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।