ছাবিকুন্নাহার নুর, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ‘জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ’। সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি আক্রমণ করে বলেন, “আপনি নিরপেক্ষ নন। কোনো একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছেন। যারা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তাদেরকে আপনি উপেক্ষা করছেন।” ফয়জুল করীম সমাবেশে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা মূলত আওয়ামী লীগের এজেন্ডা। তিনি বলেন, “এটি বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং মুসলিমদের জন্য হারাম। ধর্মীয় শিক্ষাই জাতীয় শিক্ষা হওয়া উচিত। প্রতিটি প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার শিক্ষক থাকা বাধ্যতামূলক।” তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এরপরও গানের শিক্ষক নিয়োগের দুঃসাহস দেখানো হয়, তাহলে দেশের তৌহিদী জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে। বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। তাই সরকারের উচিত মুসলমানদের আদর্শ ও নীতিকে সামনে রেখে আইন প্রণয়ন করা।” সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরাও উপস্থিত ছিলেন।