ছাবিকুন্নাহার নুর,
ইস্তাম্বুলের দোলমাবাহচে প্রাসাদে গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাতে জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি থিওফিলোস জিয়ানোপোলোস একটি বিশেষ উপহার তুলে দেন। উপহারটি হলো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.) কর্তৃক ৬৩৮ সালে জেরুজালেম দখলের পর খ্রিষ্টানদের প্রদত্ত চুক্তিপত্রের ফ্রেমবন্দি প্রতিলিপি।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান এবং প্রেসিডেন্টের উপদেষ্টা আকিফ চাগাতায় কিলিচ। আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল গাজায় ইসরায়েলের হামলা, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিদের সহাবস্থানের বিষয়।
ইতিহাস থেকে জানা যায়, খলিফা উমরের প্রদত্ত ওই চুক্তিপত্রে খ্রিষ্টানদের নিরাপত্তা এবং তাদের পবিত্র উপাসনালয়, বিশেষত চার্চ অব দ্য হোলি সেপালকার ও বেথলেহেমের ন্যাটিভিটি ব্যাসিলিকার সুরক্ষার নিশ্চয়তা ছিল। বৈঠকের পর প্রেসিডেন্ট কার্যালয় জানায়, এরদোয়ান গাজার মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, জেরুজালেমে ইসরায়েলের পদক্ষেপ শহরের ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতাকে হুমকির মুখে ফেলছে।
এরদোয়ান নেতানিয়াহু কর্তৃক সংঘটিত গণহত্যা ও পবিত্র স্থানগুলোতে আক্রমণের বিষয়েও তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, মুসলিম ও খ্রিষ্টান ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষায় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হবে। তুরস্ক দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার পক্ষে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও পবিত্র স্থান রক্ষায় সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
জিয়ানোপোলোস বলেন, সপ্তম শতকে খলিফা উমর (রা.) ও প্যাট্রিয়ার্ক সোফ্রোনিওসের মধ্যে হওয়া ঐতিহাসিক চুক্তির উত্তরাধিকার হিসেবে আজও গির্জা ও ধর্মীয় বৈচিত্র্য রক্ষা পাচ্ছে। তিনি মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান, খ্রিষ্টানদের উপাসনালয় ও ঐতিহ্য রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখুন।
উল্লেখ্য, জিয়ানোপোলোস ও লাতিন প্যাট্রিয়ার্ক পিজ্জাবাল্লা গত জুলাইয়ে গাজার ধ্বংসযজ্ঞ সরেজমিনে দেখেন এবং ক্ষতিগ্রস্ত চার্চে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া, ইস্তাম্বুলের চিরাগান প্রাসাদে ইউরোপিয়ান মুসলিম ফোরামের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক গোলটেবিল বৈঠকে গাজার গণহত্যা ও পবিত্র স্থানগুলোর হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।