প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে জেএফকে বিমানবন্দরে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও আওয়ামী লীগ। সোমবার (২২ সেপ্টেম্বর) ইউনূসের আগমনের আগেই দুই পক্ষ বিমানবন্দরে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে। জানা গেছে, ড. ইউনূসকে বরণ করতে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর সমমনা সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ঘোষণা দিয়েছে, “যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ।” এ অবস্থায় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাংলাদেশিদের একটি অংশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও দুই দলের নেতাকর্মীরা নিজেদের অবস্থানে অটল রয়েছেন। নুর/আকাশ টিভি