বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশে যে নির্বাচন ব্যবস্থা শান্তি দিতে ব্যর্থ হয়েছে, দেশ আবারও সেই ধরনের নির্বাচনের দিকে এগুচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা নিতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খুলনা সরকারি বিএল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীর বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করছে। তাই শিক্ষার্থীরা এখন থেকেই একাডেমিক পড়াশোনা, কারিগরি শিক্ষা এবং বিভিন্ন দেশের ভাষা শেখার মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের স্থান নিশ্চিত করতে হবে। নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, ২০০৮ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষাব্যবস্থা শুধুমাত্র বেকার তৈরি করেছে। তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি অনিবার্য বিপ্লব ঘটেছে। তিনি ইতিহাসের দিকে তাকিয়ে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ না নেওয়া একজন ব্যক্তি স্বাধীনতার পর রাষ্ট্রপ্রধান হয়েছেন। মাত্র তিন বছরের মাথায় বাকশাল প্রতিষ্ঠা করে দেশকে একটি অনিবার্য দুর্ঘটনার দিকে ঠেলে দেওয়া হয়। এরপর সেনাশাসন, স্বৈরশাসন, স্বল্প সময়ের গণতন্ত্র প্রত্যাবর্তন এবং ফ্যাসিবাদের উত্থানের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজ রাজপথে নেমে এসেছে। সাদ্দাম আরও বলেন, ফ্যাসিবাদ বিদায়ের আন্দোলনে দেশজুড়ে ছাত্র-জনতার পাশাপাশি প্রবাসী ১ কোটি ৫৫ লাখ রেমিট্যান্স যোদ্ধারও অবদান ছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে তরুণ প্রজন্মকে দেশের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির বিএল কলেজ শাখার সভাপতি হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, নগর সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম। কলেজের ভিপি অ্যাড. শেখ জাকিরুল ইসলাম, নগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, মোকারম বিল্লাহ আনসারী ও মোশারফ আনসারি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিএল কলেজের অধ্যক্ষ সেখ হুমায়ুন কবির, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক হাবিবুর রহমান ও অধ্যাপক হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। নুর/আকাশ টিভি