জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। তিনি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এনসিপির বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন। সমাবেশের আয়োজন করা হয়েছিল যুক্তরাষ্ট্র সফররত দলের নেতাদের ওপর আওয়ামী লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে। সারজিস আলম বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সেই সময় ভারত যে আধিপত্য বিস্তার করেছিল তার বিরুদ্ধেও ছিল। আধিপত্যবাদী ভারত এখনও ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে, এবং তাদের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।’ তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘ক্ষমতায় আসার জন্য যদি তারা জনগণের আস্থা হারিয়ে ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, আওয়ামী লীগের পিঠ চাপড়ে বা জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা করে এগোতে চায়—সেটা তারা করতে পারবে না।’ এনসিপি নেতা হুঁশিয়ারি দেন, ‘পিঠ বাঁচিয়ে এ দেশে চলার স্বভাব যে দেখাবে, তার জন্য কোনো স্থান থাকবে না।’ নুর/আকাশ টিভি