অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ
ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে চার দেশের রাষ্ট্র ও সরকার
প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বুধবার তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি,
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব
এবং কসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রতিটি
বৈঠকই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দেশগুলোর
সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
দিনের শুরুতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে
বৈঠকে ড. ইউনূস বাংলাদেশ-ইতালি বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির আহ্বান জানান। জবাবে তিনি ইতালি-বাংলাদেশ
বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন এবং ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বাড়তি অর্থায়ন ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক
বন্যায় প্রাণহানিতে সমবেদনা জানান ড. ইউনূস। তিনি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে সাধারণ
নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অবহিত করেন এবং রাজনৈতিক সংস্কার নিয়ে আশা প্রকাশ করেন।
শাহবাজ শরীফ জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার
আগে ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
ফিনল্যান্ড ও কসোভোর নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ
সংশ্লিষ্ট বিষয় এবং গণতান্ত্রিক রূপান্তরে সমর্থন নিয়ে আলোচনা হয়। প্রেস সচিব জানান,
ইউরোপের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে কসোভা বর্তমানে শীর্ষে রয়েছে।
এছাড়া প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স
অ্যান্ড গ্রোথ’ শীর্ষক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ডটেবিলে বক্তব্য
রাখেন। সেখানে তিনি মেটলাইফ, শেভরন ও এক্সেলেরেট এনার্জির মতো মার্কিন কোম্পানিগুলোকে
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের ছয় রাজনৈতিক নেতাকেও যুক্তরাষ্ট্রের
শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার ড. ইউনূস নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক
স্কুফ, বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকো এবং আলবেনিয়ার প্রেসিডেন্ট বজরাম বেগাজের
সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার আয়োজিত এক উচ্চপর্যায়ের
অনুষ্ঠানে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এবং শ্রমিক অধিকার বিষয়ে আলোচনায় অংশ নেবেন।
দিনশেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা।
নুর/আকাশ টিভি