বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান শনিবার রাজধানীর ইব্রাহীমপুরে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে বলেন, ন্যায়বিচারের অধিকার সবারই আছে এবং জামায়াত ন্যায়বিচারের ঝোঁকেই থাকবে।
তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘মিথ্যা মামলা, প্রতিশোধমূলক কর্মকাণ্ড বা মামলা-বাণিজ্য আমরা করব না, দেখানো বিচার-বহিষ্কারও আমরা গ্রহণ করি না। যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ঠিকভাবে নেওয়া হবে।’ শফিকুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে ভীত ছিল বলে কিছু নেতা-কর্মী গোপনে প্রতিশোধের রাজনীতি চালিয়েছিল, কিন্তু জামায়াত কখনোই সেই পথে যাবে না এবং কাউকে কেউ যেন প্রতিশোধ না নেয়—ধৈর্য্য ধরা জরুরি।
তিনি দলের সংরক্ষিত পরিচ্ছন্নতা তুলে ধরে বলেন, জামায়াতের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। তাই তারা ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
দেশের জন্য দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দিয়ে শফিকুর বলেন, দেশের শিক্ষাব্যবস্থা বদলাতে, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে যাতে মানুষের বিচারের জন্য আলাদা আন্দোলনের প্রয়োজন না পড়ে।
নুর/আকাশ টিভি