বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী
সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান নিয়মেই জাতীয় নির্বাচন
অনুষ্ঠিত হোক। আর জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে তারা আনুপাতিক প্রতিনিধিত্ব
(পিআর) পদ্ধতি চালু করুক। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার
বজরায় স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল
আন্দোলন করেছে। গত ১৭ বছর আমরা আন্দোলনের মাঠে ছিলাম। এর আগে ৫ বছর আমরা ক্ষমতায় ছিলাম।
তখন জামায়াতের নেতারাও মন্ত্রী ছিলেন। কিন্তু তখন তারা পিআর পদ্ধতির দাবি তোলেননি।
প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি, ঘোষণাপত্র ও নির্বাচনি ইশতেহার থাকে। পিআর
জামায়াতের একটি কর্মসূচি হতে পারে। তবে সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি বাস্তবায়ন
সম্ভব নয়। অন্তবর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে না, তাদের ক্ষমতার সীমাবদ্ধতা
রয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে তখনই পিআর বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে চায়। কিন্তু সেই
ভোটাধিকার হরণ করা হয়েছিল বলেই ছাত্ররা আন্দোলনে নেমেছে এবং জনতা তাদের পাশে দাঁড়িয়েছে।
১৫ বছর নেতাকর্মীরা আন্দোলনে মাঠে ছিল, তার ফলেই সরকারকে বিদায় নিতে হয়েছে।
ব্যারিস্টার খোকন আরও বলেন, সাধারণত সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট-সেক্রেটারির
বিরুদ্ধে মামলা হয় না। কিন্তু আমার বিরুদ্ধে ৪৬টি মামলা দেওয়া হয়েছে। আমি দুইবার জেলেও
গিয়েছি। তবুও আমাকে থামানো যায়নি।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নুর/আকাশ টিভি