ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ
হোসেন বলেছেন, “আমি মাদরাসায় পড়েছি, এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এরপর আমি
যে সাধারণ শিক্ষা অর্জন করেছি, সেটা আমার জ্ঞানচর্চায় ভিন্নমাত্রা যোগ করেছে।”
বুধবার ঢাকায় সরকারি মাদরাসা-ই-আলিয়ার
সভাকক্ষে প্রতিষ্ঠানের ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি
এ কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, “আমার
প্রথম তালিম আলিফ, বা, তা, ছা। মাদরাসাই আমার ভিত্তি। এ মাদরাসা আমাকে আজকের অবস্থানে
পৌঁছে দিয়েছে। আধুনিক শিক্ষা অবশ্যই গ্রহণ করবো, তবে মাদরাসা শিক্ষা হচ্ছে বিশেষায়িত
শিক্ষা। এটি হলো আলেম তৈরির কারখানা।”
তিনি আরও বলেন, সরকারি মাদরাসা-ই-আলিয়া
কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উপমহাদেশের মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ
সংস্কার ও জাতীয় জাগরণের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। এখান থেকে অর্জিত ডিগ্রিধারীরা প্রশাসন,
সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন,
“ঢাকা আলিয়া যুগ যুগ ধরে রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও
দেশ ও জাতির কল্যাণে ঐক্যের বাতাবরণ ছড়িয়ে দেবে।”
এ সময় তিনি সবাইকে ছোটখাটো
মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অন্যান্যের মধ্যে বক্তব্য
দেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদরাসা-ই-আলিয়ার
অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক।
নুর/আকাশ টিভি