ঢাকা, ১৮ আশ্বিন (৩ অক্টোবর): হালের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী এবারের দুর্গাপূজা
উদযাপন করেছেন ঢাকায়। রাজধানীর একাধিক পূজামণ্ডপ ঘুরে বেড়িয়েছেন তিনি। অষ্টমীর দিন
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়েছিলেন, যেখানে লাল-সাদা শাড়িতে ভক্তদের সঙ্গে আনন্দময়
সময় কাটান।
পূজা জানান, এবারের উৎসব তার জন্য বিশেষ অভিজ্ঞতা নিয়ে এসেছে।
তিনি বলেন, “অষ্টমী থেকে আমার পূজার আনন্দ শুরু হয়েছিল। মণ্ডপে গিয়ে অনেকের সঙ্গে ছবি
তুলেছি, আনন্দ করেছি। সামাজিক মাধ্যমে সেসব ছবি শেয়ার করার পর বন্ধুদের প্রতিক্রিয়াও
পেয়েছি।”
মণ্ডপে ভক্তদের উচ্ছ্বাস উপভোগ করেছেন পূজা। কারও সঙ্গে সেলফি,
কারও কেবল দূর থেকে তাকিয়ে থাকার অভিব্যক্তি—সবই তার কাছে ভিন্ন আনন্দ বয়ে এনেছে। নায়িকা
মজা করে বলেন, “অনেকের চোখেমুখে সংশয় ছিল—আমি আসলেই কি পূজা চেরী!”
তবে আনন্দের মাঝেও মায়ের অভাব সবচেয়ে বেশি অনুভব করেছেন তিনি।
পূজা বলেন, “মা বেঁচে নেই। মা থাকলে পূজার আনন্দ আরও অন্য রকম হতো।”
শৈশব স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, খুলনায় জন্ম হলেও
বেড়ে ওঠা ঢাকার হাজারীবাগে। ছোটবেলায় পুরান ঢাকার তাতীবাজার, শাঁখারীবাজারসহ নানা মন্দিরে
ঘুরতেন, উপহার পেতেন এবং মায়ের হাতের রান্নায় পূজার আনন্দ আরও বাড়ত। সেই সময়গুলোকে
আজও ভীষণভাবে মিস করেন তিনি।
নুর/আকাশ টিভি