ভাষাসৈনিক, চিকিৎসক ও রবীন্দ্রচর্চক আহমদ রফিক আর নেই
(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর
বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস
ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক ইসমাইল সাদী। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর থেকে আহমদ রফিক বারডেম হাসপাতালে
ভর্তি ছিলেন। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে
তিনি মৃত্যুবরণ করেন।
২০১৯ সাল থেকে আহমদ রফিকের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করে।
সে বছর চোখে অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। ২০২৩ সালে তিনি প্রায় সম্পূর্ণ
দৃষ্টিহীন হয়ে পড়েন।
আহমদ রফিক ছিলেন একজন চিকিৎসক। তিনি রবীন্দ্র চর্চা কেন্দ্র
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কাজ করেছেন। বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত
এই কৃতি ব্যক্তিকে কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি
দেয়।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ
রফিক ছিলেন ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক। ২০০৬ সালে স্ত্রীকে হারানোর পর তিনি নিঃসন্তান
অবস্থায় একাকী জীবন যাপন করছিলেন। কবিতা, প্রবন্ধ, গবেষণা ও ভাষা আন্দোলনের ইতিহাস
নিয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।
জাতি হারালো এক মহান ভাষাসৈনিক ও জ্ঞানচর্চার বাতিঘরকে।
নুর/আকাশ টিভি