আকাশ টিভি ডেস্কঃ
কুমিল্লা (৭) চান্দিনা আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী স্থানীয় একটি মাদ্রাসার সুপার মাওলানা মোশাররফের বিতর্কিত কর্মকান্ডে নিজ দলেই ক্ষোভ। আওয়ামী লীগের নেতা ও নৌকা প্রতীকের চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বকসীর বাড়িতে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোশাররফের বৈঠক নিয়ে চান্দিনা জুড়ে সমালোচনার ঝড়। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী নেতার সাথে বৈঠক জুলাই আগষ্টের শহীদদের সাথে বেইমানী বলে ফেসবুকে লিখছেন নেটিজনরা।
ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা সালাহ উদ্দিন রিপন ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেন-
২০১৪ সালের উপজেলা নির্বাচনে আপনার পক্ষে কাজ করার অপরাধে ব্যানার ছেঁড়ার মিথ্যা অপবাদ দিয়ে আমার মায়ের সামনে থেকে আমাকে তুলে এনে রাস্তায় জনসমক্ষে মারধর করা হয়েছিল। সেই দিন আপনি প্রতিবাদ করা তো দূরের কথা, এই বিষয়ে একটি কথাও বলেননি। আমাকে মারধর করার পর যতটা না আমি কষ্ট পেয়েছিলাম, তার থেকেও বেশি কষ্ট পেলাম যখন দেখলাম সেই আপনি আজ এই মানুষটির পদধূলি নিতে তার কাছে ছুটে গিয়েছেন।
যার হুকুমে তার স*ন্ত্রা*সী বাহিনী আমাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে গিয়েছিল, আমি কেন আপনার হয়ে পূর্ব চান্দিনায় সক্রিয় ছিলাম? অথচ সেই আপনি-ই সেই কুখ্যাত ব্যক্তির সাথে হাসিমুখে কৌশল বিনিময় করেছেন—হায়রে রাজনীতি!
আজ একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, চান্দিনার রাজনীতি আপনাকে সত্যিকারের একজন নেতা হিসেবে তৈরি করতে না পারলেও। একনিষ্ঠ একজন চাটুকার হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে। আপনার ও আপনাদের প্রতি রইলো একরাশ ঘৃণা।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ বলেন- এ সমাজে সব দলের লোকই বাস করে। কাউকে বাদ দিয়ে তো চলা সম্ভব না তবে অন্যায় হবে তাকে যদি আমরা দলে নেই, পদ পদবি দেই।
উল্লেখ্য যে, এর আগেও আওয়ামী লীগের নেতা সাদেকের সাথে বৈঠক করে সমালোচিত হয়েছেন এ প্রার্থী।