বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী প্রধান (Commander, Turkish Air Force)-এর আমন্ত্রণে তুরস্ক সফর করেন। সফরকালে তিনি Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিবসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এছাড়া, এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, বিশেষ করে Turkish Aerospace Industries পরিদর্শন করেন।
আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে।
আকাশ টিভি/ন