বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে ‘জালিয়াতি’ উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের আইন মেনেই এই ‘ভুয়া বোর্ড’ লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।
ইশরাকের মতে, বিসিবির এই নির্বাচনকে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরাও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। তবে এই নীরবতা স্থায়ী নয়, অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা পোস্টটি শেয়ার করে বর্তমান বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন— জেলা ও বিভাগ কোটা থেকে ১০ জন, ঢাকার ক্লাব কোটা থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ও সরকারি প্রতিষ্ঠানের কোটায় ১ জন। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। যদিও নির্বাচন নিয়ে প্রভাব খাটানো ও অনিয়মের অভিযোগে তামিম ইকবালসহ কয়েকজন প্রার্থী আগেই সরে দাঁড়ান।
এই প্রেক্ষাপটে ইশরাক হোসেনের বক্তব্য নতুন রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আকাশ টিভি/ন