আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ ব্রিফিংয়ে নাসীরুদ্দীন বলেন, “আমাদের সার্ভেগুলোতে দেখা গেছে ১৫০ আসনে এনসিপির জয়ের সম্ভাবনা রয়েছে।
আমরা সব জেলার সমন্বয়কারীদের ঢাকায় ডেকে মাঠপর্যায়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছি।” তিনি আরও বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেব।
যদিও বাস্তবতা বিবেচনায় ১৫০ আসনে জয়ের পরিস্থিতি আছে, তবে আমরা ৩০০ আসনেই লড়ব।” বিএনপির অবস্থান প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “বিএনপি ৫০-১০০ আসনের বেশি পাবে না, এটা এখন পরিষ্কার।
আমরা দেখেছি প্রত্যেকটা প্রজেকশনে এনসিপি এগিয়ে যাচ্ছে।” বিএনপি ও জামায়াতের উদ্দেশে তিনি আহ্বান জানান, “জনগণের স্বার্থে ভণ্ডামি ছেড়ে দ্রুত জুলাই সনদে সাইন করে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।” গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে তিনি বলেন, “দলের নাম ও প্রতীক এনসিপিরই থাকবে, অন্য দলগুলো এনসিপির অধীনে আসছে। আমরা একটি বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছি।”
নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এখনো কনফিউশন আছে। সরকার চাপ দিচ্ছে ফেব্রুয়ারিতে ভোটের জন্য, কিন্তু জুলাই সনদের আইনি দিক এখনো মীমাংসিত হয়নি।”
আকাশ টিভি/ন