জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ স্বাক্ষর
অনুষ্ঠানে অংশ না নিলেও ভবিষ্যতে তাদের জন্য অংশগ্রহণের সুযোগ এখনও রয়েছে বলে জানিয়েছেন
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়
সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্থিত বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ‘কঠিন চীবর
দান’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "জুলাই সনদ
নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে, সেগুলো সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং তাদের
সঙ্গে সমঝোতায় আসার পথ খোঁজা হবে।"
এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ
ইসলামের "সেইফ এক্সিট" সংক্রান্ত মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ড. খালিদ
হোসেন বলেন, "আমি জানি না উনি কাকে মিন করেছেন। আমার ঢাকা বা চট্টগ্রামে কোনো
বাড়িঘর নেই। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। বিদেশে যাওয়ার ইচ্ছাও নেই। সেইফ এক্সিট
আমার কোনো প্রয়োজন নেই।"
তিনি আরও বলেন, "আমরা
এমন একটি সময়ে দায়িত্ব নিয়েছিলাম, যখন দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল ছিল। এখন সবকিছু
ঠিক আছে, স্থিতিশীলতা ফিরে এসেছে। এ দেশ আমার, এখানেই থাকতে চাই।"
অনুষ্ঠানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আব্দুল হান্নানসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।