প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 18, 2025 ইং
বুড়িচং উপজেলা জাসাসের ৬টি ইউনিয়ন কমিটি অনুমোদন

কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আওতাধীন ছয়টি ইউনিয়ন কমিটি অনুমোদন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বুড়িচং উপজেলা জাসাসের সভাপতি ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক শরীফ হোসেন যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেন।
নবগঠিত ছয়টি ইউনিয়নের কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন,
ভারেল্লা উত্তর ইউনিয়নের আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন, সদস্য সচিব মোঃ শাখাওয়াত হোসেন।
ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের আহ্বায়ক মোস্তাক আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব আমির হোসেন কাজল। মোকাম ইউনিয়নের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব কামাল হোসাইন। পীরযাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সচিব মোঃ আব্দুল জব্বার। ময়নামতি ইউনিয়নের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব নাজমুল আলম। বাকশিমুল ইউনিয়নের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন সিয়াম।
প্রতিটি ইউনিয়নে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।
ভারেল্লা উত্তর ইউনিয়ন জাসাসের আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন নবগঠিত কমিটির অনুমোদন পেয়ে উপজেলা জাসাস সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শরীফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “গত ১৭ বছর আমরা তাঁদের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
বুড়িচং উপজেলা জাসাসের সভাপতি ওমর ফারুক বলেন, “জাসাসের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও ত্যাগী কর্মীদের মূল্যায়নের জন্য ৬টি ইউনিয়নে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি, এই কমিটিগুলোর মাধ্যমে জাসাস আরও শক্তিশালী ও গতিশীল হবে।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম