প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
লাকসামে এতিমখানার ১২টি গাভী লু'ট, বন্ধের পথে মাদরাসার আয়ের প্রধান উৎস!
  
    
    
    
 লাকসামে এতিমখানার ১২টি গাভী লু'ট, বন্ধের পথে মাদরাসার আয়ের প্রধান উৎস!
আকাশ টিভির প্রতিনিধি, কাউছার হোসাইন লাকসাম কুমিল্লা 
লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে একটি এতিমখানা-সংলগ্ন গরুর খামারে গত তিন মাসের ব্যবধানে দুই দফায় ডা'কাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার (স্থান উল্লেখ নেই, তবে সম্ভবত খুব সম্প্রতি) ভোরে একদল সশস্ত্র ডা'কাত হামলা চালিয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ১২টি গাভী লু'ট করে নিয়ে গেছে। এই দুই দফা ডা'কাতির ফলে মাদরাসাটির আয়ের প্রধান উৎস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা প্রতিষ্ঠানটির পরিচালনা নিয়ে গভীর শঙ্কা সৃষ্টি করেছে।
 ডা'কাতির বিবরণ ও হতাহত
ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানায়।
মামলার বাদি মাদরাসা শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে দুটি পিকআপ ভ্যান নিয়ে ডা'কাত দল মাদরাসায় হানা দেয়। তারা অস্ত্রের মুখে শিক্ষক, কেয়ারটেকার ও ছাত্রদের জিম্মি করে এবং শিক্ষকদের মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর ডা'কাতরা গরুর খামারে প্রবেশ করে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে ফেলে এবং একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
শিক্ষক ও শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডা'কাতরা পালিয়ে যায়। এই হামলায় শিক্ষক, কেয়ারটেকার এবং ছাত্রসহ অন্তত আটজন আ'হত হয়েছেন। ঘটনাস্থলে ডা'কাত দলের আনা তুষের বস্তা পড়ে ছিল, যা গরুগুলোকে ভ্যানে ওঠানোর কাজে ব্যবহৃত হয়েছিল।
মাদরাসা পরিচালনায় তীব্র শঙ্কা
মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার অত্যন্ত উদ্বেগের সাথে জানান, এই গরু খামারের আয়ের অর্থ দিয়েই এতিমখানা ও মাদরাসাটি পরিচালিত হতো।
তিনি নিশ্চিত করেন যে, বর্তমান ডা'কাতির তিন মাস আগেও এই খামারে আরও সাতটি গরু ডা'কাতির ঘটনা ঘটেছিল। দুই দফায় মোট ১২টি গাভী লু'ট হওয়ায় বর্তমানে খামারটিতে মাত্র ১১টি গরু অবশিষ্ট রয়েছে এবং আয়ের উৎস প্রায় বন্ধ হতে চলেছে। সরেজমিনে খামারের একপাশ খালি পড়ে থাকতে দেখা গেছে।
 মামলা দায়ের, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
তিন মাসের ব্যবধানে একই স্থানে দুই দফা ডা'কা'তির ঘটনায় মাদরাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে চরম আ'তঙ্ক বিরাজ করছে। শিক্ষক ইমরান হোসাইন বাদি হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, লু'ট হওয়া গরু উদ্ধার এবং ডা'কাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এলাকাবাসী দ্রুত লু'ট হওয়া গরু উদ্ধার এবং ডা'কাত দলের সদস্যদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন, যেন এলাকার এই গুরুত্বপূর্ণ ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়।
 
    
        
       © সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম