কুমিল্লা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার।এর আগে গত বুধবার (৭ ডিসেম্বর) অক্সিজেন সেচ্যুরেশন কমে যাওয়ায় মেয়র রিফাতকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক।
উল্লেখ্য ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে নগরপিতা হিসেবে নির্বাচিত হন আরফানুল হক রিফাত।