প্রিন্ট এর তারিখঃ May 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 28, 2025 ইং
কুমিল্লার বরুড়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ (সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
নিহত কিশোর দুজন হলেন পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)।
দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম