প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
আগামীতে সরকার গঠন করবে জামায়াতে ইসলামী

তৌহিদ হোসেন সরকার,কুমিল্লা।।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮:৩০ মিনিটে ২১ নং ওয়ার্ডে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর মডার্ণ ক্যাফে হলরুমে আয়োজিত এই সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় কার্যক্রম এগিয়ে নিতে নেতাকর্মীদের করণীয় ও সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে দাঁড়িপাল্লার পক্ষে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এবং কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোহাম্মদ হোসাইন।
সমাবেশের সভাপতিত্ব করেন ২১ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহীম মুসাফির। সেক্রেটারি মাওলানা কেফায়েত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ আবুল হাশেম, মাস্টার আবুল হাশেম, ব্যাংকার রফিকুল ইসলাম ও আব্দুল হান্নান, জাফর আহমেদ ভূইয়া, মাওলানা ফজলুল হক, জাহাঙ্গীর আলম টিপু, মাহফুজুর রহমান, আমজাদ হোসেন, ইউসুফ আলী, তৈয়ব উদ্দিন এবং সমাজসেবক আবুল কাশেম সর্দার।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণ, ভোটাধিকার রক্ষা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর জোর দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম