ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় স্বজন কল্যান সংঘের কেন্দ্রিয় সম্মেলন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2022 ইং
ছবির ক্যাপশন:
ad728

মাসুদুর রহমান মজুমদারঃ বর্ণাঢ্য আয়োজনে স্বজন কল্যান সংঘের কেন্দ্রিয় সম্মেলন গতকাল শনিবার কুমিল্লা নগরীর ষ্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।



স্বজনের কেন্দ্রিয় সভাপতি ডাক্তার আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম বাহাউদ্দিন বাহার।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক (অবঃ) প্রকৌশলী মোঃ আবু তাহের।



সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওস্বজনের সাবেক সভাপতি ডাক্তার মোঃ মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন মজুমদার, স্বজনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (অবঃ) মোঃ শাহাদাত হোসেন, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (অবঃ) মোহাম্মদ আলী। 


ইউনিসেফের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অবঃ) মোঃনুরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রাফিউস সাজ্জাদ, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিনসহ অন্যান্যরা।



প্রকৌশলী আলেক হোসেন জুয়েল ও কুমিল্লা সরকারি  কলেজের সহকারি অধ্যাপক আনোয়ারুল হক এর পরিচালনায় দিনব্যাপী সম্মেলনে স্বজন সংঘের স্বজন বীরমুক্তিমুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, স্বজন সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মননা প্রদান করা হয়। তা ছাড়া দুপুরে মেজবানের আয়োজন, র্র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরুষ্কার বিতরনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে নেতৃবৃন্দ ও স্বজনরা অংশ নেয়।



সম্মেলনে স্বজন সংঘের সম্মননা প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল মান্নান, মোঃ কামাল উদ্দিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন মৈশান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আহসান উল্লাহ সুরুজ, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মলেক চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোঃফজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা জামাল হক ভূঁইয়া , বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃআলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার খানসহ অনেকে ।



এছাড়া বিশেষ অবদানের জন্য স্বজন মেজর (অবঃ) তরিকুল ইসলাম মজুমদার, লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কবির চৌধুরী , প্রফেসর ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী , চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মালেক চৌধুরী ,ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম ভূঁইয়াকে সম্মননা প্রদান করা হয়।



সম্মেলনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম বাহা উদ্দিন বাহার এমপি বলেন, পূর্ব পাকিস্থানে ২৩ বছরে কোন জেলা প্রশাসক তৈরী করতে পারে নাই, সেনা প্রধান, কেবিনেট সেক্রেটারি , ব্যাংকের গভর্ণর, সামরিক বাহিনীর জেনারেল, প্রধান বিচারপতি তৈরী করতে পারে নাই। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন একদিন বাঙ্গালী এসব স্থানে অধিষ্ঠিত হবেন। সে স্বপ্ন দেখার জন্য ১৪ বছর কারাগারে জীবনযাপন করেছেন। ওনার সেলে কাউকে রাখা হয়নি । কারাগারে একাকিত্ব ছিলেন। তিনি এত বছর একা একা কাটিয়েছেন। এমন নির্মমর্মতা ও নির্যাতন ও আত্নত্যাগের ফসল এই বাংলাদেশ। আজ বাংলাদেশের সন্তানরা আর্ন্তজাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স