ঢাকা | | বঙ্গাব্দ

চট্টগ্রামে নাশকতার দায়ে রেল কর্মচারী গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Nov 9, 2023 ইং
ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রামের খুলশী থানাধীন ক্যান্টিন গেট এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল ও সম্প্রতি জিইসি মোড় এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের দায়ে এক রেল কর্মচারীকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাছির উদ্দীন(৩২)।


তিনি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এর কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন বলে জানা যায়।

গ্রেফতারের বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি রেল কর্মচারী কিনা এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে সম্প্রতি জিইসি মোড় এলাকায় কে কনভেনশনের সামনে বিয়ের অনুষ্ঠানে যাত্রী নিয়ে আসা একটি মিনিবাসে আগুন দেয়ার ঘটনায় আমরা তাকে আদালতে প্রেরণ করেছি। শুধু তাই নয়, খুলশী থানার ক্যান্টিন গেইট এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিলের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই ঘটনায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম
সকল কারিগরী সহযোগিতায় A2SYS